লক্ষ্মীপুরে বিএনপির ২ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের করেছে উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম লেদু। এ ঘটনায় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনোয়ার হোসেনসহ ১৯ জনের নাম উল্লেখ করে দুই শতাধিক বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে রাতে অভিযান চালিয়ে পৌর কাউন্সিলর জনি মজুমদার ও স্বেচ্ছাসেবকদল কর্মী আব্দুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে শনিবার বিকেলে পেীর শহরে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনা ঘটে।

বিএনপি নেতারা বলছে, শনিবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে নন্দনপুর সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দিলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।

এসময় উভয়পক্ষের লোকজন মোটরসাইকেল ভাংচুর, লাঠিসোটা নিয়ে হামলা ও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় কমপক্ষে ২০জন আহত হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

উপজেলা ছাত্রলীগ সভাপতি রবিউল ইসলাম অপুমাল বলেন, ছাত্রলীগের শান্তি সমাবেশে হামলা চালায় ছাত্রদল বিএনপি। এসময় তারা ছাত্রলীগ নেতা-কর্মীদের গাড়ি ভাংচুর করে তাদের মারধর করে। এতে ছাত্রলীগের ৮ নেতা-কর্মী আহত হন।

এদিকে উপজেলা যুবদলের সভাপতি গিয়াস উদ্দিন পলাশ জানান, বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলা চালায় ছাত্রলীগ। এতে ১৫-২০ জন নেতা-কর্মী আহত হয়েছে বলে দাবি করেন তিনি।

রামগঞ্জ থানার ওসি এমদাদুল হক এমদাদ জানান, সংঘর্ষের ঘটনায় সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম লেদু মাল শনিবার রাতে মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামি আব্দুর রহমান ও পৌর কাউন্সিলর জনি মজুমদারকে গ্রেপ্তার করেছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //