বরিশাল কেন্দ্রীয় কারাগারে বন্দি জেএমবি সদস্য আতিকুল রহমান আদালতে হাজিরা দেওয়াকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে ছিল কড়া নিরাপত্তা বলয়।
বরিশাল সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল আদালতে আজ রবিবার (৯ এপ্রিল) সকালে তাকে উপস্থাপন করে ফের কারাগারে নিয়ে যায় পুলিশ। শতভাগ নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ এ ব্যবস্থা গ্রহণ করেছে।
বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার রত্ন রায় বলেন, আমরা সর্বোচ্চ নিরাপত্তা ও প্রশাসনকে সঙ্গে নিয়ে তার হাজিরার ব্যবস্থা করেছি। কোথাও কোনো সমস্যা হয়নি।
উল্লেখ্য, আতিকুর রহমানের বাড়ি বরিশাল বিভাগের বরগুনা জেলায়। তার বিরুদ্ধে ২০১০ সালে বরিশাল কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। এই মামলায় তিনি দীর্ঘদিন ধরে বরিশালে কারাগারে বন্দি রয়েছেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh