সেমাই কারখানায় অভিযান, জরিমানা

চুয়াডাঙ্গা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষে তদারকির সময় সদর উপজেলার দৌলাৎদিয়াড় ও হাতিকাটা এবং আলুকদিয়া এলাকার ৩টি সেমাই ও মসলা কারখানায় অস্বাস্থ্যকরভাবে সেমাই তৈরি ও বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই মসলার প্যাকেটে লোগো ব্যবহারের অপরাধে ওই প্রতিষ্ঠানের মালিকদেরকে সতর্কতামূলক ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ রবিবার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে তদারকির সময় এ অসংগতি ধরা পড়ে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, দৌলাৎদিয়াড়ের মেসার্স হক ব্রাদার্স সেমাই কারখানায় তদারকিতে গেলে সেখানে অস্বাস্থ্যকরভাবে সেমাই তৈরি করতে দেখা যায়। এরই অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. মইনুল হককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৩ হাজার টাকা, মেসার্স মুজাদ্দেদীয়া ট্রেডার্স সেমাই কারখানায় একই অপরাধে ও ধারায় প্রতিষ্ঠানটির মালিক মো. গোলাম রসুলকে ২ হাজার টাকা এবং মেসার্স এস.ডি.সেমাই এন্ড ওয়েল মিলের মালিক মো. হাফিজুর রহমানকে অস্বাস্থ্যকরভাবে সেমাই তৈরি ও মশলার প্যাকেটে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার করায় ৪৩ ও ৪৪ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় প্রতিষ্ঠানের মালিকদেরকে স্বাস্থ্যসম্মতভাবে সেমাই তৈরির ব্যাপারে নির্দেশনা দেয়া হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ লাইনের একদল পুলিশ। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //