ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জগন্নাথপুর এলাকায় অভিযান চালিয়ে ৬০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার (১০ এপ্রিল) ভোর ৫ টার দিকে তাদের আটক করা হয়।
আটক দুই মাদক কারবারি হলেন- উপজেলার বলাকান্দর এলাকার আবুল কালাম আজাদের ছেলে ইমরান হোসেন ও ফয়লা মাস্টারপাড়া এলাকার স্বপন দাসের ছেলে সমিত দাস বাবু।
কালীগঞ্জ থানার এসআই কাবিরুল ইসলাম জানান, মাদক কেনা-বেচা হচ্ছে এমন খবর পেয়ে উপজেলার জগন্নাথপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। এসময় দুইজনকে আটক কর করা হয়। তাদের কাছে থাকা ব্যাগ থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্যা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে ৬০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরো বলেন, এর আগে ইমরান হোসেনের বিরুদ্ধে ৩টি ও সমিত দাস বাবুর বিরুদ্ধে ২টি মাদক আইনে মামলা রয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh