চুয়াডাঙ্গায় ৮ স্বর্ণের বারসহ একজন আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় অভিযান চালিয়ে প্রায় ৯৮০ গ্রাম ওজনের ৮টি অবৈধ স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি।

আজ বুধবার (১২ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঝিনাইদহ জেলার মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা এ তথ্য জানান।

তিনি জানান, গোয়েন্দা তথ্যে জানতে পারেন একজন ব্যক্তি দর্শনা রেলস্টেশন এলাকা থেকে রিকশাভ্যানযোগে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে দর্শনার ভারত সীমান্তের দিকে যাচ্ছে। তারই নেতৃত্বে বিজিবি ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি চিনিকল এলাকায় অবস্থান নেয়। সে সময় ওই ব্যক্তি সীমান্তের দিকে যেতে থাকলে তার পিছু নেওয়া হয়। তারপর সকাল ৭টার দিকে তাকে আটক করে তল্লাশির পর তার পায়ে টেপদিয়ে আটকিয়ে রাখা ৮টি স্বর্ণের বার ও একটি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলো জব্দ করা হয়। এসময় অবৈধ স্বর্ণের বার পাচারের উদ্দেশ্যে বহন করার অপরাধে দর্শনা পৌর এলাকার চাঁদপুর গুনরাজধী এলাকার আমির হোসেনের ছেলে সুলতান আহমেদকে (৪৪) আটক করে বিজিবি। উদ্ধার করা অবৈধ স্বর্ণের মূল্য ৮১ লাখ ৪৬ হাজার ৬৮৭ টাকা।

স্বর্ণের বার গুলো চুয়াডাঙ্গা ট্রেজারি কার্যালয়ে জমা দিয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //