মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৩টি মাহিন্দ্র ট্রাকসহ দুইজনকে আটক করা হয়েছে।
আজ বুধবার (১২ এপ্রিল) বলধারা ইউনিয়নের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, খোলাপাড়া এলাকার মো. আক্তার হোসেনের ছেলে মো. সাগর (২০) ও শরিফল ইসলাম (১৯)।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, অবৈধভাবে মাটি কেটে ইটভাটাসহ বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল একটি ভূমিখেকো চক্র। আজ দিনভর অভিযান পরিচালনা করে দুজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাটি বহনকারী তিনটি মাহিন্দ্র ট্রাক আটক করে সড়ক ও পরিবহন আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : মানিকগঞ্জ আটক ২ সিংগাইর উপজেলা আটক
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh