কক্সবাজারের ঈদগাঁও থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে মৃতের বয়স আনুমানিক ৩০ বছর।
আজ বুধবার (১৯ এপ্রিল) রাত ১টার দিকে ঈদগাঁও ইউনিয়নের ঘোনাপাড়ায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা, তবে তাৎক্ষণিক মরদেহের পরিচয় পাওয়া যায়নি।
এরপর ঈদগাঁও থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর মর্গে পাঠিয়েছে৷
বিষয়টি নিশ্চিত করে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম কবির জানান, স্থানীয়রা রাত সাড়ে ১২টার দিকে ২টি মোটরসাইকেল যোগে ৪/৫ জন যুবককে ওই স্থানে অবস্থান করতে দেখেন। কিছুক্ষণ পর চিংড়ি ঘেরের শ্রমিকরা কাঁদা মাটিতে চাপিয়ে রাখা এক যুবকের মরদেহ দেখতে পেয়ে চিৎকার করে উঠেন। তাদের চিৎকারে প্রতিবেশিরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
ঘটনার আগে মোটরসাইকেল আরোহী ওইসব যুবক পার্শ্ববর্তী একটি দোকান থেকে কলা কিনে খেয়েছেন। তবে তারা সবাই অপরিচিত ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা৷
ওসি জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠানো হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : কক্সবাজার মরদেহ মরদেহ উদ্ধার যুবক
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh