আনসার সদস্যের বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ, আটক ৩

জামালপুরে আনসার সদস্যের বিরুদ্ধে গর্ভবতী স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। নিহত তাহমিনা জান্নাতের (২০) লাশ উদ্ধার করে আজ বুধবার (১৯ এপ্রিল) দুপুরে মর্গে প্রেরণ করেছে পুলিশ। একইদিন ভোরে জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নের দেউলিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- শাশুড়ি উষা, নানী শাশুড়ি আকলিমা ও দেবর শরিফ মিয়া। তবে পলাতক রয়েছে অভিযুক্ত স্বামী উজ্জ্বল মাহমুদ।

নিহতের বাবা ইব্রাহীম খলিল জানান, আড়াই মাস আগে দেউলিয়াবাড়ি গ্রামের মজনু মিয়ার ছেলে উজ্জ্বল মাহমুদের সাথে মাদারগঞ্জ উপজেলার জোরখালি ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের ইব্রাহীম খলিলের কলেজপড়ুয়া মেয়ে তাহমিনা জান্নাতের সাত লাখ ষাট হাজার টাকার কাবিনে বিয়ে হয়। সম্প্রতি তাহমিনা অন্তঃসত্ত্বা হলে গর্ভের সন্তান নষ্ট করার জন্য স্বামী ও তার পরিবারের লোকজন চাপ দেয়।

এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার ভোরে স্বামী-স্ত্রী কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তার হাত-পা বেঁধে নির্যাতন শুরু করে। এতে তাহমিনার অবস্থা গুরুতর হলে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি নেয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ব্যাপারে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ শাহ্ নেওয়াজ বলেন, এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //