ময়মনসিংহের সদর উপজেলায় ট্রাকচাপায় ফেরদৌস মিয়া (৫০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
আজ বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শম্ভুগঞ্জ এলাকার চর পুলিয়ামারী এলাকায় এই ঘটনা ঘটে।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ কামাল আকন্দ বলেন, অটোরিকশাটি ময়মনসিংহ পাটগুদাম ব্রিজ মোড় থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শম্ভুগঞ্জ এলাকার চর পুলিয়ামারী এলাকায় যেতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই অটোরিকশা চালক ফেরদৌস মিয়া মারা যান এবং এক যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত যাত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
তিনি আরো বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। চালক ফেরদৌস মিয়ার ঠিকানা জানার চেষ্টা চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ময়মনসিংহ সড়ক দুর্ঘটনা নিহত
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh