শিক্ষকের বাড়ির গাছ কাটতে গিয়ে চাপা পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে শিক্ষকের বাড়ির গাছ কাটতে গিয়ে চাপা পড়ে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।  

নিহত শিক্ষার্থী ইব্রাহীম খলিল সাগর (১৪) উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামের নুরবনী সওদাগরের ছেলে। সে স্থানীয় মফিজিয়া দারুল কোরআন ইসলামিয়া মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।  

আজ বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের রিয়াজ হুজুরের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মফিজিয়া দারুল কোরআন ইসলামিয়া মাদরাসার প্রধান শিক্ষক নুরুজ্জামান রিয়াজ নিজ বাড়ির গাছ কাটার জন্য মাদ্রাসার কয়েকজন ছাত্রকে ডেকে নেন।

একটি বড় গাছের কাটা অংশ ৪ জন ছাত্র ধরে বাড়ি নিয়ে যাচ্ছিল। বাড়ির উঠানে পৌঁছালে হঠাৎ অন্য ৩ তিনজন গাছের অংশটি ছেড়ে দিলে সাগর তাতে চাপা পড়ে। এতে সে মাথায় গুরুত্বর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক নুরুজ্জামান রিয়াজ পালিয়েছেন।    

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহ উদ্ধার শেষে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরবর্তীতে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //