কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে সোনিয়া খাতুন (৭) ও শর্মিলা খাতুন (২) নামের আপন দুই বোনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দিঘলকান্দি বিশ্বাস পাড়ায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
সোনিয়া খাতুন ও শর্মিলা খাতুন উপজেলার রিফাইতপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দিঘলকান্দি বিশ্বাস পাড়া এলাকার মোহাম্মদ দুখির মেয়ে।
স্থানীয়দের বরাত দিয়ে মন্টু মাস্টার নামে এক প্রত্যক্ষদর্শী জানান, অগ্নিকাণ্ডে যখন ঘরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছিল এই দুই শিশু কোন কিছু বুঝে ওঠার আগেই কাঁথা জড়িয়ে টেবিলের নিচে লুকিয়ে পড়ে। পরে সেই দুই শিশুসহ পুরো ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
মিরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সবুজ হোসেন একই পরিবারের দুই শিশু কন্যার মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, আজ বিকেল ৩টায় দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যায়। যখন আগুন লাগে, তখন নিহত ওই দুই শিশু ঘুমিয়ে ছিলেন বলে পরিবারের লোকজন জানায়। প্রায় দুই ঘণ্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে।
সবুজ হোসেন আরো বলেন, ওই বাড়ির রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : কুষ্টিয়া আগুন মৃত্যু দৌলতপুর উপজেলা
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh