স্বস্তির বৃষ্টির সাথে ঝড়ো বাতাস

তীব্র তাপদাহের পর ময়মনসিংহ বিভাগীয় শহরসহ কয়েক উপজেলায় বৃষ্টি হয়েছে। সাথে ঝড়ো বাতাসও হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাত ৮ টায় ময়মনসিংহ নগরী ও জেলার তারাকান্দা, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ উপজেলায় বৃষ্টি শুরু হয়। রাত ৯টার দিকে শেষ হয়।

এদিকে জেলার নান্দাইল, ত্রিশাল, ভালুকা, ফুলবাড়িয়া, মুক্তাগাছা, ধোবাউড়া, হালুয়াঘাট, ফুলপুরে বৃষ্টি হয়নি। তবে, আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।

জেলার গৌরীপুর ও তারাকান্দা উপজেলায় বৃষ্টির সাথে শিলা বৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকার শাহ কামাল আকন্দ বলেন, গত কয়েক দিনের গরমে রোজাদারদের খুব কষ্ট হয়েছে। অল্প সময় বৃষ্টি হওয়ায় মানুষের কিছুটা স্বস্তি ফিরেছে। তবে, আরো বৃষ্টি হওয়ার প্রয়োজন ছিল। এখন তাপমাত্রা অনেক ঠাণ্ডা। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া।

গৌরীপুর উপজেলার আব্দুল কাদির বলেন, সামান্য বৃষ্টি হয়েছে। বৃষ্টির সাথে শিলা বৃষ্টি হয়েছে। শিলা বৃষ্টি না হয়ে বৃষ্টি হলে কোন সমস্যা নাই। কারণ, এখন শিলা বৃষ্টি ধানের ব্যাপক ক্ষতি হবে।

তারাকান্দা উপজেলার সোহেল মিয়া বলেন, তারাকান্দা বাজারে ৫ মিনিটের মত হবে, বৃষ্টি হয়েছে। তবে, গ্রামে কিছু শিলা বৃষ্টি হয়েছে বলে খবর পেয়েছি।

ঈশ্বরগঞ্জ উপজেলার হাসান আলী বলেন, আমাদের এখানেও বৃষ্টি হয়েছে। তবে, অনেক কম। ভাল করে বৃষ্টি হলে মানুষের মাঝে স্বস্তি ফিরে আসবে। এখন যেহেতু বৃষ্টি শুরু হয়েছে আশা রাখছি নিয়মিত হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //