পদ্মা সেতুর টোল প্লাজায় আসছে নতুন প্রযুক্তি

পদ্মা সেতুর টোল প্লাজায় নতুন প্রযুক্তি সংযুক্ত হতে যাচ্ছে। চলন্ত অবস্থায় গাড়ির টোল আদায় পদ্ধতি রেডিও ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) এবং হাইব্রিড-টাচ অ্যান্ড গো- এই নতুন দুই পদ্ধতি সংযুক্ত হবে টোল প্লাজায়। এতে আর কখনো টোল প্লাজায় যানবাহনের জটলা জমবে না।

সংশ্লিষ্টরা জানান, বাঙালির সক্ষমতার স্মারক পদ্মা সেতুতে এবার প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে টোল প্লাজায়। চলন্ত অবস্থায় গাড়ির টোল আদায় হবে। এ ছাড়াও সেতুতে উচ্চ ক্ষমতার ক্যামেরাসহ বিভিন্ন ধরনের সিসিটিভি ক্যামেরা স্থাপনের মাধ্যমে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পদ্মা সেতুতে যান চলাচলে আরও নির্বিঘ্ন করতে প্রযুক্তির সঠিক ব্যবহারের খবরে খুশি ব্যবহারকারীরা। চলন্ত অবস্থায় টোল আদায় শুরু হলে অর্থনীতিতে আরও গতি সঞ্চার হবে। অপেক্ষা করতে হবে না ব্যবহারকারীদের, বাঁচবে সময়।

ওই পথে চলাচলকারী যাত্রী ও রাজধানীবাসী কালাম জানান, টোল নেয়ার সময় অনেক যানজট বেঁধে যায়। মানুষ এক জায়গায় ঘণ্টার পর ঘণ্টা বসে থাকে। যদি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাহলে খুবই ভালো হবে।

সেতু সচিব মঞ্জুর হোসেন বলেন, এতদিন পদ্মা সেতুতে কম্পিউটারে টোল কালেক্টর পদ্ধতিতে ম্যানুয়ালি টোল আদায় হচ্ছিল। এ কাজে আরও গতি আনতে বিশ্বের জনপ্রিয় দুটি পদ্ধতিতে টোল আদায় প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। চালু করা হচ্ছে আরএফআইডি এবং হাইব্রিড-টাচ অ্যান্ড গো পদ্ধতি। এভাবে আধুনিক প্রযুক্তিতে টোল আদায় হবে।

বর্তমানে পদ্মা সেতুর টোল আদায় করছে কোরিয়ান এক্সপ্রেসওয়ে কর্পোরেশন (কেইসি)। পদ্মা সেতুতে ১৫টি লেন দিয়ে টোল আদায় হয়। দুই প্রান্তের টোল প্লাজায় এমন দুইটি আরএফআইডি লেন রয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //