২৪ ঘণ্টায়ও মুক্তি মিলেনি তিন রোহিঙ্গা শিশুর

কক্সবাজারের টেকনাফ থেকে তিন রোহিঙ্গা শিশু অপহরণের ২৪ ঘণ্টা পরেও উদ্ধার করা সম্ভব হয়নি। গতকাল সোমবার (২৪ এপ্রিল)  দুপুরে টেকনাফের দমদমিয়ার নেচার পার্ক এলাকা থেকে তারা অপহৃত হয় বলে জানা গেছে।

অপহৃত শিশুরা হলেন- টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা নূর কামাল (১২), নূর আরাফাত (১২) ও মো. বেলাল (১৩)।

খোঁজ নিয়ে জানা গেছে, রোহিঙ্গা সন্ত্রাসীরা ওই তিন শিশুকে অপহরণ করেছে।

স্থানীয় ইউপি সদস্য মো. আলী অভিযোগ করে জানিয়েছেন, ডাকাত গিয়াস বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আনোয়ার প্রকাশ লেডাইয়া এই অপহরণের মূলহোতা। এখনও পর্যন্ত অপহ্নত তিন শিশুর সন্ধান মিলেনি।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ আবদুল হালিম জানান, অপহরণকারীদের শনাক্ত করতে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী জানিয়েছেন, অপহরণকারীরা এখনো মুক্তিপনের জন্য ফোন করেননি। ফলে বিষয়টি পুলিশকে জানানো হলেও রোহিঙ্গা  অভিভাবকরা নিজেরা নিজেদের মতো করে চেষ্টা করছেন ছেলেদের জিম্মি দশা থেকে মুক্তির জন্য।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //