ডিসেম্বরের মধ্যে রাজাকারের তালিকা প্রকাশের আশা

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে রাজাকারদের তালিকা প্রকাশ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ইতোমধ্যে রাজাকারদের তালিকা তৈরি করতে নীতিমালা প্রণয়নের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।

আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) সিলেটের হযরত শাহজালাল রহ. মাজার মসজিদে নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, রাজাকারদের তালিকা তৈরির জন্য আগে কোনো আইন ছিল না। এ বিষয়ে সংসদে নতুন করে আইন পাস করা হয়েছে।

তিনি আরও বলেন, এখন মুক্তিযুদ্ধবিষয়ক সংসদীয় কমিটির সভাপতিকে আহ্বায়ক করে তালিকা প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে। এ নিয়ে কমিটি কাজ করছে। আশা করা যায়, ডিসেম্বরের মধ্যে তালিকা প্রকাশ করা সম্ভব হবে।

এর আগে সকালে তিনি একদিনের সফরে সিলেট পৌঁছান। বিকেলে হযরত শাহপরান রহ.-এর মাজার জিয়ারত শেষে সিলেট সার্কিট হাউসে রাত যাপনের কথা রয়েছে। পরে বুধবার তিনি সিলেট থেকে নেত্রকোণায় যাবেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে রাজাকার, আলবদর, আলশামস ও স্বাধীনতাবিরোধী ১০ হাজার ৭৮৯ জনের নামের একটি তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। তালিকা প্রকাশের পর দেশজুড়ে বিতর্ক শুরু হলে তা স্থগিত করা হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //