ঝিনাইদহে ৬ মোটরসাইকেল আরোহীকে জরিমানা

ঝিনাইদহের কোটচাদপুরে ৬ মোটরসাইকেল আরোহীকে জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

জানা যায়, কোটচাদপুর উপজেলা শহরের বিভিন্ন রাস্তায় এ অভিযান পরিচালিত হয়। সেখানে মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহার না করা, ওভার লোডিং এবং অতিরিক্ত গতিতে বাইক চালানোর অপরাধসহ মোটরসাইকেলের কাগজপত্র সঠিক না থাকার কারণে ছয় আরোহীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ মোবাইল কোর্ট পরিচালনা করেন কোটচাদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ম্যাজিস্ট্রেট উছেন মে।

তিনি বলেন, ২০১৮ সালের সড়ক ও পরিবহণ আইনের পরিপন্থি হওয়ায় ছয় জনকে জরিমানা করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে। মোটরসাইকেল আরোহীদের আরও সতর্ক হওয়ারও পারমর্শ দেন তিনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //