জমি নিয়ে বিরোধে প্রতিবেশির হাতে মা-ছেলে খুনের অভিযোগ

চট্টগ্রামের কর্ণফুলীতে জমি নিয়ে বিরোধের জেরে মা-ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ প্রতিবেশির বিরুদ্ধে। একই ঘটনায় আহত হয়েছেন ওই পরিবারের আরও দুজন।

গতকাল মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে কর্ণফুলী উপজেলা শিকলবাহা ইউনিয়নের মাস্টার হাট এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- হোসনারা (৪৫) ও পারভেজ (৩১)। 

নিহতের ছোট ছেলে মো. সিফাত বলেন, নিজেদের জায়গায় রাস্তা বানানোর জন্য আজকে প্রতিবেশিরা আমাদের উপর পিলার দিয়ে হামলা করেছেন‌। এই ঘটনায় আমার মা ও বড় ভাই গুরুতর আহত অবস্থায় মারা গেছেন। হামলার সময় তারা প্রায় ২০ জন এক সাথে আমাদের উপর আক্রমণ করেন‌। 

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ওসি দুলাল আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত সমস্যা নিয়ে ভুক্তভোগী পরিবার ও প্রতিবেশিদের সাথে বিরোধ চলছিল। পরে মঙ্গলবার দুপুরে জটিকা হামলায় ৪ জন গুরুতর আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা গেছেন। ভুক্তভোগী পরিবার এখনো পর্যন্ত কোন মামলা দায়ের করেনি‌। মামলা দায়ের করলে তদন্ত শুরু হবে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, গুরুতর আহত অবস্থায় এক নারীসহ চারজনকে চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। নিহত দুইজন সম্পর্কে মা-ছেলে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //