টাঙ্গাইলে আ.লীগের পাল্টাপাল্টি সমাবেশ

মহান মে দিবস উপলক্ষে পাল্টাপাল্টি সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের দুই পক্ষ। দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি পালন নিয়ে নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর ছিল।

আজ সোমবার (১ মে) টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে শহরের পৌর উদ্যানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

জেলা শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি বালা মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসনের সংসদ সদস্য ও জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোট মনির, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ।

এসময় সমাবেশে উপস্থিত ছিলেন- সাবেক থানা আওয়ামী লীগ সভাপতি ও সদর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট খোরশেদ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামান, সাবেক পৌর মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ।

এসময় বিভিন্ন স্তরের শ্রমিক নেতৃবৃন্দ ও তাদের কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন। 

অপরদিকে, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি ও টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীরের নেতৃত্বে মে দিবস উপলক্ষে আরেকটি র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়। শহীদ মিনারে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি ও টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর।

এসময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল পৌর সভার প্যানেল মেয়র হাফিজুর রহমান স্বপন, কাউন্সিলর আতিকুর রহমান মোর্শেদ, আজাদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

টাঙ্গাইলে দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি পালন নিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক বলেন, টাঙ্গাইল উদ্যানে অনুষ্ঠিত সমাবেশটিই গ্রহণযোগ্য। এখানে সরকারি কর্মকর্তাসহ সকল শ্রমিক নেতাই অনুষ্ঠানে যোগদান করেছেন। এসময় বিক্ষিপ্তভাবে শহরের প্রাণকেন্দ্রে আরেকটি র‌্যালি বা সমাবেশ কোনোভাবেই কাম্য নয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //