ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় ভারসাম্যহীন নারী রাফেজা খাতুন (৫৪) নামে এক নারী নিহিত হয়েছেন। আজ মঙ্গলবার (২ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সামন্তা বাজার সংলগ্ন ষাটনলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি পার্শ্ববর্তী বাগদিয়ার আইট গ্রামের দেলবার হোসেনের স্ত্রী।
এলাকবাসী সূত্রে জানা যায়, সকালে রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন রাফেজা খাতুন। সে সময় ষাটনলপাড়া এলাকায় পৌঁছালে বালু বোঝাই একটি ট্রাক পার্কিংয়ের সময় তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় ভৈরবা পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল মান্নান জানান, নিহত রাফেজা খাতুন মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে ট্রাকচালক পলাতক রয়েছেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh