ঝড়ে টিকটক ভিডিও বানাতে গিয়ে প্রাণ গেলো যুবকের

শরীয়তপুরে কালবৈশাখী ঝড়ে টিকটক ভিডিও বানাতে গিয়ে নির্মাণাধীন ভবনের দুই তলা থেকে পড়ে আহত শাহীন পাহাড় (২০) নামে এক যুবক মারা গেছেন।

আজ বুধবার (৩ মে) বেলা ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় শাহীন ও তার বন্ধু সজীব শরীয়তপুর শহরের আলমগীর বেপারীর নির্মাণাধীন ভবন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। নির্মাণাধীন ভবনটিতে ঝড়ের সঙ্গে তারা টিকটক ভিডিও বানাতে গিয়েছিলেন। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা ১১টার দিকে শাহীন পাহাড়ের মৃত্যু হয়েছে।

নিহত শাহীন পাহাড় শরীয়তপুর পৌরসভার উত্তর বালুচরা এলাকার নুর মোহাম্মদ পাহাড়ের ছেলে। গুরুতর অসুস্থ সজীব (২০) একই এলাকার মুজিবুর খানের ছেলে। সজীব বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। 

নিহতের চাচা এলিম পাহাড়  বলেন, শাহীন পাহাড় আজ বেলা ১১টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এখনো তার মরদেহ বেসরকারি ওই হাসপাতালটিতে রয়েছে। কিছুক্ষণ পর তার মরদেহ নিয়ে স্বজনরা শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা হবেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //