হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে বাসচাপায় কালা মিয়া (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত কালা মিয়া জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুর গ্রামের বাসিন্দা। তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
আজ বুধবার (৩ মে) দুপুরে উপজেলার নছরতপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. নাজমুল হক কামাল জানান, দুপুরে কালা মিয়া মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন। এসময় সিলেট থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। ফলে সড়কের উভয় দিকে কয়েকশ গাড়ি আটকা পড়ে।
ওসি নাজমুল জানান, পুলিশ শ্যামলী পরিবহনের বাসটি আটক করার পর চালককে আইনের আওতায় আনার আশ্বাস দিলে উত্তেজিত জনতা অবরোধ প্রত্যাহার করে নেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : হবিগঞ্জ সড়ক দুর্ঘটনা নিহত শায়েস্তাগঞ্জ
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh