নারায়ণগঞ্জে চুল্লি বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রহিমা স্টিল মিলে চুল্লি বিস্ফোরণের ঘটনায় আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৫ মে) দুপুরে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মারা যান তিনি। এ ঘটনায় এখন পর্যন্ত চার জনের মৃত্যু হলো।

নিহত নিয়নের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিলো বলে জানিয়েছেন চিকিৎসক।

এর আগে, বিস্ফোরণে দগ্ধ হয়ে মিলটির শ্রমিক ইলিয়াস হোসেন ও শঙ্কর মারা যান। বৃহস্পতিবার বিকেলে রূপগঞ্জের ভুলতায় লোহা গলানোর চুল্লিতে বিস্ফোরণ ঘটে। দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এ বিষয়ে হাসপাতালের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, দগ্ধদের শরীরের ৯০ শতাংশের বেশি পুড়ে গেছে। তবে পর্যায়ক্রমে হাই-ডিফেন্সিভ কেয়ার ইউনিট ও নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হবে বলেও জানান তিনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //