চালকদের বলছি গাড়ি চালাবেন ধীর গতিতে: প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু বলেন, চালক শ্রমিক ভাইদের বলছি দ্রুত সময়ের মধ্য ড্রাইভিং লাইসেন্স করবেন এবং গাড়ি চালাবেন ধীর গতিতে। দুর্ঘটনার শিকার হলে প্রত্যেকটা পরিবার ধ্বংস হয়।

আজ শনিবার (৬ মে) দুপুরে জেলা শহরের পাবলিক হল মিলনায়তনে নেত্রকোণা জেলা সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের আয়োজনে এক সাধারণ সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার, শ্রমিক বান্ধব সরকার। কৃষকের সন্তান কৃষক হবে, শ্রমিকের সন্তান শ্রমিক হবে, চালকের সন্তান চালক হবে এটা প্রধানমন্ত্রী চায় না।

নেত্রকোণা জেলা সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জেলা আওয়ামী লীগের নেতা গাজী মোজাম্মেল হোসেন টুকুর সভাপতিত্বে জেলা সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিক খান চঞ্চলের সঞ্চালনায় বক্তব্য দেন- নেত্রকোণা জেলা পরিষদের চেয়ারম্যান অসীত সরকার সজল, নেত্রকোণা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, বাস ট্রাক মালিক সমিতি জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী মোর্তজা হোসেন কামাল, নেত্রকোণা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পুষ্পেন্দু দত্ত রায় টিটু, নেত্রকোণা জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আজহারুল ইসলাম অরুণ, নেত্রকোণা জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আউয়াল শাওন প্রমুখ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //