শেরপুরে ৩৩ হাজার মেট্রিকটন বোরো ধান ও চাল সংগ্রহ করবে খাদ্য বিভাগ

শেরপুর জেলায় চলতি বোরো সংগ্রহ মৌসুমে ৩৩ হাজার ১৮৮ মেট্রিকটন বোরো ধান ও চাল সংগ্রহ করবে জেলা খাদ্য বিভাগ।

এর মধ্যে ৪৪ টাকা কেজি দরে ২৪ হাজার ৭০৩ মেট্রিকটন সিদ্ধ চাল ও ৩০ টাকা কেজি দরে ৮ হাজার ৪৮৫ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে।

চাল সংগ্রহ করা হবে ৭৭টি হাস্কিং এবং ২১টি অটো মিলসহ মোট ৯৮টি চালের মিল থেকে চাল এবং কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করা হবে।

তবে বিগত বছরগুলোতে যেসব চালের মিল চাল সরবরাহ করেনি এ বছর তাদের কাছ থেকে চাল সংগ্রহ করা হবে না। 

আজ রবিবার (৭ মে) দুপুরে খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করেন।

এসময় খাদ্য সচিব ইসমাইল হোসেন, জেলা প্রশাসক সাহেলা আক্তার, পুলিশ সুপার মো. কামরুজ্জামান জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তাদিরুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুকল্প দাস, জেলা খাদ্য নিয়ন্ত্রক এসএম তাহসিনুল হক, জেলা মিল মালিক সমিতির সভাপতি প্রকৌশলী আশরাফুল আলম সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //