রাঙ্গামাটিতে সেতুর পাটাতন ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং নদীর ওপর বেইলি সেতুর পাটাতন ভেঙে বাঘাইছড়ি উপজেলার সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আজ সোমবার (৮ মে) সকাল ৮টার দিকে সীমান্ত সড়কের জন্য পাথরবোঝাই ট্রাক বেইলি সেতু উঠলে পাটাতন ভেঙে নিচে পড়ে যায়। ট্রাকের পেছনের অংশ আটকে যায়। এ ঘটনার পর থেকে বাঘাইছড়ি উপজেলার সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

সওজ সূত্রে জানা গিয়েছে, সেতুটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় ২০১৬ সালের ১১ জানুয়ারি নতুন সেতুর কাজ শুরু করে সড়ক ও জনপথ (সওজ)। ২০১৯ সালে সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও দীর্ঘ ৭ বছরেও শেষ হয়নি। এতে করে ঝুঁকিপূর্ণ জেনেও বাধ্য হয়ে যানচলাচল করতে হয় পুরাতন সেতুতে।


সড়ক ও জনপথ (সওজ) বিভাগ খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, পাটাতন ভাঙার খবর পাওয়ার পরপরই আমাদের সকল ইউনিটকে কাজে নামিয়েছি। অল্প সময়ের মধ্যে সেতু মেরামতের কাজ শুরু করব।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //