ভারতে পাচারের সময় ২ কেজি ৩০০ গ্রাম স্বর্ণ উদ্ধার

যশোরের শার্শা সীমান্তে (দুই কেজি ৩০০ গ্রাম ওজন) ৯টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

আজ বুধবার (১০ মে) দুপুরের দিকে বেনাপোল পোর্ট থানার খলশি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুইজন হলেন, নওগাঁ জেলার মহাদেবপুর থানার রামচন্দ্রপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আমজাদ হোসেন (৩৯) ও যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের নওশের আলীর ছেলে বাবলুর রহমান (৩৫)।

বিজিবি জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন শার্শার পাঁচভুলোট সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি অভিযানিক দল ওই সীমান্ত এলাকায় অবস্থান করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি প্রাইভেটকার থেকে সন্দেহভাজন দুই পাচারকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি তাদের আটক করে। পরবর্তীতে তাদের ক্যাম্পে নিয়ে দেহ তল্লাশি করে ৯টি স্বর্ণের বার জব্দ করে।

জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা বলে জানায় বিজিবি।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, আটক দুই পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ সরকারের কোষাগারে জমা দেওয়া হবে বলে জানান তিনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //