জাহেদী ফাউন্ডেশনের উদ্যোগে ঝিনাইদহ পৌরসভা হবে আবর্জনামুক্ত

ঝিনাইদহ পৌরসভাকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও আবর্জনামুক্ত রাখতে নিজস্ব অর্থায়নে উদ্যোগ গ্রহণ করেছে জাহেদী ফাউন্ডেশন।

আজ শুক্রবার (১২ মে) সকালে পৌরভবনের সামনে ময়লা-আবর্জনা পরিষ্কারের ভ্যানগাড়ির চাবি পরিচ্ছন্নতাকর্মীদের হাতে হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার সচিব মুস্তাক আহম্মেদ, পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম মধুসহ কর্মকর্তা-কর্মচারীরা ।  

পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম মধু জানান, জাহেদী ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে ঝিনাইদহ পৌরসভার ময়লা-আবর্জনা পরিষ্কারের জন্য বেশ কিছু ভ্যান প্রদান করা হয়েছে, যা শহর পরিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছি।

তিনি বলেন, মূলত পৌরসভা ও জাহেদী ফাউন্ডেশন এখানে যৌথভাবে কাজ করবে। পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা এ ভ্যানগুলো নিয়ে সকালে বিভিন্ন পাড়ায়-মহল্লায় রোস্টার অনুযায়ী বেরিয়ে পড়বে। এরপর তারা ময়লা-আবর্জনা সংগ্রহ করে গাড়িতে তুলে নির্দিষ্টস্থানে ফেলবে। 

তার দাবি, এতে করে পৌর এলাকা হবে আবর্জনামুক্ত ও পরিবেশ থাকবে আরও ভালো। প্রাথমিকভাবে ৬টি ভ্যানগাড়ি কাজ করবে বলেও জানান তিনি।

পৌরভবনের সামনে ময়লা-আবর্জনা পরিষ্কারের ভ্যানগাড়ির চাবি পরিচ্ছন্নতাকর্মীদের হাতে হস্তান্তর। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //