প্রাণ ম্যাংগু জুস খেয়ে একই পরিবারের দুই নারী ও ছয় শিশুসহ আট জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়া আবুবক্করের বাড়িতে। গতকাল রবিবার (১৪ মে) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
পরিবারের কর্তা আবুবক্কর জানান, বাড়িতে একজন অতিথি আসেন। আসার সময় হাতে করে নিয়ে আসেন প্রাণ জুস। সেই জুস খেয়ে পরিবারের একে একে আট জন লোক অজ্ঞান হয়ে পড়েন। প্রথমে তাদের টেকনাফ এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যেতে পরামর্শ দেন। পরে তাদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
আহতরা হলেন- রায়মা আকতার (৩২), রাফিয়া (২০), সুমাইয়া (১২), সাইফুল (১০), কাউছার (৫), শরীফা (৭), নাইমা ও শাওন (২)।
অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ার কারণ জানতে চাইলে আবাসিক মেডিকেল অফিসার আশিকুর রহমান বলেন, সম্ভবত ম্যাংগু জুসে রাসায়নিক ক্ষতিকর পদার্থ মেশানো ছিল বা ভেজাল কিছু মেশানো থাকতে পারে। যার কারণে ফুট পয়জনে সবাই অসুস্থ হয়ে পড়েন। তবে পরীক্ষা নিরীক্ষার পর বলা যাবে আসল ঘটনা কি ছিল।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh