বনকর্মী হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটংয়ে বনবিভাগের পাহারাদার মিয়া জানকে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

মিয়া জানকে হত্যার ৩৪ বছর পর আজ সোমবার (১৫ মে) দুপুরে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাইফুল এলাহী এই রায় ঘোষণা করেন। এতে অভিযুক্ত এনামুল হককে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

তবে রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় উপস্থিত ছিলেন না।  যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন ইউনুছ, নুরু ও সাবেক চেয়ারম্যান কামাল হোসেন। তারা আদালতে উপস্থিত ছিলেন। আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সুলতানুল আলম এই তথ্য নিশ্চিত করেন।

প্রাপ্ত তথ্য মতে, ১৯৮৯ সালের ১৯ জুলাই তৎকালীন চকরিয়া থানার টৈটং উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশের ফাতেমা আক্তারের বাড়িতে রাখা বনের কাঠ উদ্ধার করতে গিয়ে আসামিদের হাতে খুন হন মিয়া জান।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //