রাঙ্গামাটির লংগদু উপজেলায় বুনো শূকরের আক্রমণে তিনজন আহত হয়েছেন। আজ সোমবার (১৫ মে) দুপুরে উপজেলার ভাসান্যাদম ইউনিয়নের রাঙাপানিছড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
আহতরা হলেন- রাঙাপানিছড়া গ্রামের বাসিন্দা মো. মাহিন (১৪), শওকত আকবর (৪২) ও জিয়াউল হক (৪৫)।
স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে ধান কাটার সময় ধান ক্ষেতে হঠাৎ বুনো শূকর কৃষক জিয়াউল হকের ওপর আক্রমণ করে। এরপর ধান ক্ষেত পার হয়ে মাহিনের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় মাহিনকে কামড় দিয়ে আহত করে। শেষে শওকত আকবরকে রাস্তায় আক্রমণ করে এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য শেখ ফরিদের একটা গরুকে কামড়ে পালিয়ে যায় শুকরটি। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
ভাসান্যাদম ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য শেখ ফরিদ জানান, হঠাৎ বন্য শূকরের আক্রমণে আমাদের এলাকার একজন শিশুসহ তিনজন ব্যক্তি আহত হন। এসময় আমার একটি গরুকেও কামড়ে আহত করে শূকরটি। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং স্থানীয় পশু চিকিৎসকদের সহযোগিতায় গরুটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এলাকায় এ ধরণের ঘটনা এবার প্রথম।
জানা গেছে, আহতদের তিনজনের মধ্যে একজন লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন এবং বাকি দুজনকে মাইনীমুখ ইবনেসিনা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ইবনেসিনা হাসপাতালের চিকিৎসক ডা. মানসুরুর রহমান জানান, আহতদের মধ্যে দুইজন আমাদের হাসপাতালে আসে। তাদের মধ্যে শিশু মাহিনের শরীরে ক্ষত বেশি হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে সামান্য আহত হওয়া শওকত আকবরকে চিকিৎসা দিয়ে ছাড় দেওয়া হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : রাঙ্গামাটি বুনো শূকর আহত লংগদু উপজেলা
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh