কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশের সাথে রোহিঙ্গা সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছেন। দেশীয় তৈরি অস্ত্রসহ আটক করা হয়েছে দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে।
আটককৃতরা হলেন- ক্যাম্প-১৭ এর এইচ-৭৮ ব্লকের সোলেমানের ছেলে মামুন রশিদ ও আব্দুল মোতালেবের ছেলে আব্দুর রসিদ। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
আজ সোমবার(১৫ মে) বিকেলে ক্যাম্প-১৭ এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক(অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ বলেন- ক্যাম্প-১৭ এ একদল রোহিঙ্গা সন্ত্রাসী অবস্থানের খবরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে এপিবিএনকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছুঁড়ে। আত্মরক্ষায় এপিবিএন পুলিশ পাল্টা গুলি ছুঁড়লে ঘটনাস্থলে একজন নিহত হয়। এ ঘটনায় দুইজন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। তবে নিহত রোহিঙ্গা সন্ত্রাসীর পরিচয় পাওয়া যায়নি। তাকে ক্যাম্প এলাকায় কেউ চিনে না।
তিনি জানান, ঘটনাস্থলে এপিবিএন সদস্যরা উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা সন্ত্রাসীদের বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : কক্সবাজার গোলাগুলি নিহত রোহিঙ্গা ক্যাম্পে উখিয়া
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh