বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণে অর্ধ লাখ টাকা আদায়ের অভিযোগ

সিরাজগঞ্জের চৌহালীতে ১০২টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণে স্কুল প্রধানের নিকট থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শাহজাহান আলী ল্যাপটপ বিতরণ অনুষ্ঠান আয়োজনের কথা বলে এ অর্থ আদায় করেছেন বলে শিক্ষকরা অভিযোগ করেছেন।

জানা যায়, গত ৯ মে চৌহালীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মানসম্মত প্রাথমিক শিক্ষার প্রসারে ১০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রধান শিক্ষক জানান, ল্যাপটপ বিতরণ অনুষ্ঠান আয়োজনের জন্য ল্যাপটপ প্রাপ্ত স্কুল গুলোর প্রধান শিক্ষকদের কাছ থেকে ৫০০ করে মোট অর্ধ লাখ টাকা নেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান আলী।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শাহজাহান আলী জানান, ল্যাপটপ বিতরণের জন্য কোনো টাকা নেওয়া হয়নি।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম মন্ডল জানান, টাকা নেওয়ার বিষয়ে আমি অবগত নই, তবে ল্যাপটপ পরিবহনের জন্য স্লিপের টাকা থেকে খরচ করার কথা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //