শায়েস্তাগঞ্জে ১২৮ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করবে খাদ্য বিভাগ

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে ২০২৩ সালের অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার (১৭ মে) বিকেলে শায়েস্তাগঞ্জ খাদ্য গুদামে সংসদ সদস্য জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ বছর শায়েস্তাগঞ্জে ১২৮ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করবে খাদ্য বিভাগ। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ ভূঞা, থানার ওসি মো. নাজমুল হক কামাল, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান হোসাইন মো. আদিল জজ মিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি পৌরসভার সাবেক মেয়র মো. ছালেক মিয়া, শায়েস্তাগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নীল রতন রায়, খাদ্য পরিদর্শক মোছা. কামরুন্নেছা তালুকদার, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল্লাহ সরদার, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বুলবুল খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদউজ্জামান মাসুক প্রমুখ। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির স্বচ্ছ প্রক্রিয়ায় বোরো ধান সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //