খাগড়াছড়ির মানিকছড়িতে বালুভর্তি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আয়ুবআলী (৩৯) নামে একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৮ মে) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আয়ুবআলী বড়বিল এলাকার মৃত আব্দুল ছাদেকের পুত্র।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বৃষ্টিভেজা সড়কে বালুভর্তি ট্রাক্টরের সাথে মোটর সাইকেলের মুখোমুখিসংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উপজেলা হাসপাতালে নিয়ে যান। মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মহিউদ্দীন তাকে মৃত ঘোষণা করেন।
মোটরসাইকেল চালক নিহতের বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও.সি) আনচারুল করিম বলেন, নিহতের সুরতহালের কাজ চলছে এবং দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ট্রাক্টর দুইটি পুলিশ হেফাজতে আনা হয়েছে। আইনগতপরবর্তী কার্যক্রম চলছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh