ফুটপাত দখলমুক্ত করতে কুষ্টিয়ায় উচ্ছেদ অভিযান

কুষ্টিয়ায় ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভা কর্তৃপক্ষ অভিযান চালিয়েছে। গতকাল বুধবার (১৭ মে) সকাল থেকেই দিনভর এ অভিযান চালানো হয়। এতে অন্তত শতাধিক কাঁচাপাকা স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযান পরিচালনা করতে গিয়ে প্রতিবন্ধকতার মধ্যেও পড়তে হয় পৌরকর্তৃপক্ষকে।

বুধবার সকাল ১০টায় শহরের এনএসরোড থেকে শুরু হয় অভিযান। পৌরবাসীর চলাচল নির্বিঘ্ন করতে শহরের পাঁচ রাস্তার মোড়, থানামোড়সহ এনএসরোডের দু’পাশে ফুটপাত দখলমুক্ত করা হয়। এরপর শহরের কালীশঙ্করপুর, হাউজিং এলাকায় চালানো হয় অভিযান।

পৌরসভার অনুমতি ছাড়াই নির্মিত কাঁচাপাকা অন্তত ৫০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

পৌরসভার নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন জানান, কুষ্টিয়া পৌর এলাকা আয়তনের দিক দিয়ে বড়। পৌর এলাকায় বিশেষ করে এনএস রোডের দু’ধার দখল করে কিছু অসাধু ব্যবসায়ী জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিল। শুধু তাই নয়, কোনো প্রকার অনুমতি ছাড়া প্রায় শতাধিক অবৈধ স্থাপনা নির্মাণ করেন ওইসব অসাধু ব্যক্তি। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বুধবার দিনব্যাপী অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করতে গিয়ে সাময়িক প্রতিবন্ধকতা তৈরি হলেও সফলভাবে সম্পন্ন হয় অভিযান। তবে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এদিকে ফুটপাত দখলমুক্ত করায় পৌরকর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন পৌরবাসী।

পৌর এলাকার বাসিন্দা আব্দুল খালেক জানান, শহরের ফুটপাতে চলাচলের মতো পরিস্থিতি ছিল না। কতিপয় দোকান মালিকরা ফুটপাতের ওপর মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেছিল। এতে চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছিল। তবে পৌর কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। অবশ্য এ অভিযান চলমান রাখার দাবীও জানান তিনি।

অভিযান চলাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী (পূর্ত) জুবায়ের মাহবুব, প্রশাসনিক কর্মকর্তা মাহমুদ রেজা চৌধুরী বুলবুল ও সার্ভেয়ার আব্দুল মান্নান প্রমুখ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //