আসন্ন ২০ মে গুচ্ছ ভর্তি পরীক্ষায় ৩টি ইউনিটে মোট ৯,৩৩৬ জন শিক্ষার্থী বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) কেন্দ্র থেকে অংশগ্রহণ করবেন। এবারে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় ২০২২-২৩ সেশনে দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে। এ বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা গেছে, ২০২২-২৩ সেশনে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটে ৪ হাজার ৮২৯ জন, ‘বি’ ইউনিটে ৩ হাজার ৫৭৬ জন ও ‘সি’ ইউনিটে ৯৩১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। ভর্তি পরীক্ষাগুলো বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ১ ও ২, প্রশাসনিক ভবন ১ ও ২, লাইব্রেরি ভবন, ছাত্র-শিক্ষক কেন্দ্র ও অতিরিক্ত শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হবে।
এছাড়াও, বরিশাল সদরে অবস্থিত সরকারি মহিলা কলেজে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার প্রস্তুতির বিষয়ে প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. খোরশেদ আলম জানান, ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে নেওয়ার জন্য সর্বাত্মক প্রস্তুতি আছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী স্থানীয় পুলিশ-প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলের সার্বিক সহযোগিতায় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আশা করছি বিগত বছরগুলোর ন্যায় এবারো ববি কেন্দ্র সুষ্ঠু সুন্দর পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, আগামী ২০ মে ‘বি’ ইউনিটের, ২৭ মে ‘সি’ ইউনিটের এবং ৩ জুন ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : বরিশাল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ববি
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh