তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, তিন বছর করোনা ও দুই বছর ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে আজ সারা বিশ্বে অর্থনীতির অবস্থা খারাপ। বিশ্বের এক নাম্বার অর্থনৈতিক দেশ আমেরিকার অবস্থাও খারাপ। তারাও নাকি দেউলিয়া হওয়ার পথে। তাদের ৩০ টিলিয়ন নাকি ঋণ রয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে সিংড়া পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত হাজী সমাবেশে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠের জায়গাহ দিয়েছেন। কাকরাইল মসজিদের জায়গাহ প্রদান করেছিলেন। আমরা বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহীদ সদস্যের জন্য দোয়া করবেন।
পলক বলেন, বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে মাদ্রাসা বোর্ড, ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন।
অনুষ্ঠানে আরাফাতি হাজী কল্যাণ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মো. মকবুল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুল রহমান, সিংড়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, সিংড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh