নাটোরে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

নাটোরে হেরোইন সংরক্ষণ ও বহনের দায়ে রাকিবুল ইসলাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত রাকিবুল চাপাইনবাবগঞ্জের শুকনাপাড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১১ জুন সকালে গুরুদাসপুরের নাটোর–ঢাকা মহাসড়কের কাছিকাটা টোল প্লাজা এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে চেকপোস্ট বসায় পুলিশের একটি টিম। এসময় রাজশাহী থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসের যাত্রী রাকিবুল ইসলামের গতিবিধি সন্দেহজনক হলে তার দেহ তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে ৭৪ গ্রাম হেরোইন উদ্ধারসহ তাকে আটক করা হয়।

পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়। মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে রাকিবুলের বিরুদ্ধে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //