‘আ.লীগকে বৈধতা দিতে হাত-পায়ে রড বাইন্ধা যাইয়েন’

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বলেছেন, ‘শেখ হাসিনা শিখিয়েছেন একটা মারলে ৫টা মার, আর বলেছেন কি লগি বৈঠা দিয়া পিটাও। সাপ যেভাবে মারে ওই রকম মানুষ মার। প্রধানমন্ত্রী আমাদের জ্ঞানদান করেছেন। সেই জ্ঞানে জ্ঞানিত হইয়া আমরাও ২০২৩ সালে নির্বাচনে সেই কারবার করবো। যারা আওয়ামী লীগকে বৈধতা দিতে যাবেন হাত পায়ে লোহার রড বাইন্ধা যাইয়েন।’

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার (২০ মে) সকালে নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে বরিশাল মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত এবং সরকারের অবস্থা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং ১০ দফা দাবি বাস্তবায়নে বরিশালে এই জনসভার আয়োজন করা হয়।

সরকারের সমালোচনা করে ব্যারিস্টার শাহজাহান ওমর বলেন, ‘শেখ হাসিনা নোটিশ পাইছে, প্রথম নোটিশ পাইছে আমাদের বাংলাদেশ থেকে, পরে জাপান, আমেরিকা ও ব্রিটেন থেকে নোটিশ পাইয়া গেছে। এখন প্রলাপ বকতেছে। আমাকে যারা স্যাংশন দেন আমি তাদের মালামাল কিনবো না।’

আমেরিকা যদি কালকে বলে তোমার জামাকাপড় নেবো না, কি অবস্থা হবে? মিডিলিস্ট চলে আমেরিকার কথায়, আমেরিকা যদি মিডিলিস্টের সালমানকে বলে তোমার কুয়েত, কাতার, সৌদিতে আর লোক নেবা না। রেমিটেন্স আসবে? আসবে না। তো কার সঙ্গে ঝগড়া করি আমরা?’

ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে শাহজাহান ওমর বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী চরমোনাই। পীর, আলেম দরবেশ মানুষ আমরা অবশ্যই তাকে সম্মান করি। কয়েকদিন আগে ওনি বললো এই সরকারের আমলে কোন নির্বাচনে যাওয়া ঠিক হবে না। এখন উনি কেন মেয়র হওয়ার নির্বাচনে অংশগ্রহণ করেন? এটার অর্থ কি জানেন? এই নির্বাচনে মেয়র হইতে তো পারবে না, যে হবেন তাকে বৈধতা দেওয়া।’

তিনি বলেন, ‘চরমোনাই কি রাজ্য কিভাবে পরিচালনা করে তা জানেন? এক্ষেত্রে জ্ঞান দরকার, স্পেশাল জ্ঞান। সেই জ্ঞান মুফতিদের আছে কিনা সন্দেহ। একেবারে যে নাই তা না। তারা ওয়াজ নসিয়তে পারদর্শী, কোরআন-হাদিসের ব্যাখ্যায় পারদর্শী আমরা মানি। এজন্য আমরা তাদের সম্মান করি।’

কিন্তু আপনারা আওয়ামী লীগকে বৈধতা দিচ্ছেন মানে কি? আপনারা আওয়ামী লীগের বি-টিম। যখন বিএনপি নির্বাচন করে না, ৩০০ জন মুফতি নির্বাচনে দাঁড় করিয়েছে মানে কি? যারা খুচরা দল তারা আওয়ামী লীগকে বৈধতা দেয়। এবার আর হবে না। ২০২৩ সালের নির্বাচনে এরকম করতে দেওয়া যাবে না। যারা এই বৈধতা দিতে যাবেন হাত পায়ে লোহার রড বাইন্ধা যাইয়েন।’

শাহজাহান ওমর বলেন, ‘শেখ হাসিনা শিখিয়েছেন একটা মারলে ৫টা মার, আর বলছে কি লগি বৈঠা দিয়া পিটাও। সাপ যেভাবে মারে ওই রকম মানুষ মার। প্রধানমন্ত্রী আমাদের জ্ঞানদান করেছেন। সেই জ্ঞানে জ্ঞানিত হইয়া আমরাও ২০২৩ সালে নির্বাচনে সেই কারবার করবো।’

মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার, বিএনপি মিডিয়া সেলের আহবায়ক জহির উদ্দিন স্বপন, কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শাহিদুল্লাহ।

যৌথভাবে জনসভায় সঞ্চালনা করেছেন মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল করিব জাহিদ, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন ও উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //