পটুয়াখালীতে আওয়ামী লীগ-বিএনপির দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ৪৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪৫০ জনকে আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
আজ সোমবার (২২ মে) পটুয়াখালী সদর থানার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল রবিবার (২১ মে) পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রলীগ নেতা মো রায়হান হোসেন ও জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন বাদী হয়ে সদর থানায় পৃথক দুটি মামলা করে করেছেন।
জানা গেছে, শনিবার রাতে পটুয়াখালী সরকারি কলেজের ছাত্রলীগ কর্মী রায়হান হোসেন বাদী হয়ে সদর শ্রমিক দলের সভাপতি মনির মুন্সীকে প্রধান আসামি করে ২৯ জনের নাম উল্লেখসহ আরও ২০০ জন অজ্ঞাতনামা বিএনপি নেতাকর্মীকে আসামি করে একটি মামলা করেন। তবে রবিবার সকালে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন বাদী হয়ে জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটনকে প্রধান আসামি করে ১৬ জনের নাম উল্লেখসহ ২৫০ জন বিএনপি নেতাকর্মীর নামে আরও একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্র থেকে জানা যায়, শনিবার (২০ মে) সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী সরকারি কলেজ চত্বর থেকে জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগদানের জন্য সবুজবাগ এলাকায় যাওয়ার পথে কলেজ রোড এলাকায় বিএনপি নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়।
এদিকে নাসির উদ্দিনের দায়েরকৃত মামলার সূত্র থেকে জানা যায়, আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে যোগদানের উদ্দেশ্যে যাওয়ার পথে পটুয়াখালী পৌরসভা চত্বরে গত শনিবার বেলা ১০টায় বিএনপি নেতাকর্মীরা তাদের মিছিলে হামলা চালায়।
ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। মামলা দুটিতেই হামলার অভিযোগ তুলেছে বাদী পক্ষ।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : পটুয়াখালী আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ মামলা
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh