পটলের সাথে এ কেমন শত্রুতা

ঝিনাইদহের কালীগঞ্জে কৃষকের এক বিঘা জমির ধরন্ত পটল ক্ষেত কেটে সাবাড় করে দিল দুর্বৃত্তরা। গতকাল সোমবার (২২ মে) দিবাগত মধ্যরাতে উপজেলার বারবাজার পিরোজপুর গ্রামের কৃষক রুহুল আমিনের ক্ষেতে এ ঘটনা ঘটে। এতে ওই কৃষকের প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক জানান, গতকাল তার পটল ক্ষেতে কাজ শেষে বাড়ি আসেন। আজ সকালে ক্ষেতে গিয়ে দেখেন কিছু পটল গাছের মাথা শুকিয়ে নুইয়ে পড়েছে। এরপর ক্ষেতের মাঝে গিয়ে দেখতে পান তার সব গাছের গোড়া কেটে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, পটল ধরার পর সবেমাত্র তিন হাট পটল বিক্রি করেছেন। কে বা কারা শত্রুতাবশত তার ক্ষেত কেটে সাবাড় করেছে। এতে তার প্রায় আড়াই লাখ টাকার উপরে ক্ষতি হয়েছে। পরে তিনি স্থানীয়দের পরামর্শে বিষয়টি উপজেলা কৃষি কর্মকর্তাকে অবহিত করেছেন।

এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি বলেন, কৃষকের ক্ষেত কর্তনের ঘটনাটি দুঃখজনক। তিনি ওই কৃষককে থানায় অভিযোগ করার পরামর্শ দিয়েছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //