হরিণাকুন্ডে জমির টপ সয়েল কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহের হরিণাকুন্ডে অবৈধভাবে কৃষি জমিতে মাটি কাটার যন্ত্র (ভেকু মেশিন) ব্যবহার করে জমির টপ সয়েল কাটার অপরাধে বকুল শাহা (৫৩) ও রিয়াজ হোসেন (২৩) নামের দুইজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৩ মে) দুপুরে উপজেলার কাপাশাটিয়া ইউনিয়নের পায়ড়াডাঙ্গা গ্রামের মাঠে অভিযান চালিয়ে এ জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন।

দণ্ডিত বকুল শাহা পায়ড়াডাঙ্গা এলাকার মৃত জোয়াদ শাহার ছেলে ও রিয়াজ হোসেন মহিষ গাড়ী এলাকার নজরুল ইসলামের ছেলে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন বলেন, কাপাশাটীয়া ইউনিয়নের পায়রাডাঙ্গা গ্রামের মাঠে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি পরিবহন ও উত্তোলনের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে রিয়াজ হোসেন ও বকুল শাহা নামের দুই ব্যক্তিকে মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থা আইন-২০১০ এর ১৫ (১) ধারায় সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, কৃষি জমিতে যেন কেউই অবৈধভাবে মাটি কাটতে না পারে সেজন্য এ অভিযান অব্যাহত থাকবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //