ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ২৪ মে ২০২৩, ০৭:৫৭ পিএম
আপডেট: ২৪ মে ২০২৩, ০৮:১০ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদকাসক্ত এক যুবকের ছুরিকাঘাতে জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকরাম এহমাদ (২৪) নিহত হয়েছেন।
আজ বুধবার (২৪ মে) বিকেলে জেলা শহরের মুন্সেফপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ইকরাম জেলার সরাইল উপজেলার চুন্টা এলাকার মাসুদ মিয়ার ছেলে।
বর্তমানে ইকরামের পরিবার জেলা শহরের ফরিদুল হুদা রোডের বাসায় থাকে। ঘটনার পরপরই অভিযুক্ত রায়হান (২০) কে আটক করে পুলিশ। তিনি ঢাকার বংশাল এলাকার জিয়াউল করিমের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, রায়হান মুন্সেফপাড়ায় তার মামার বাসায় থাকতেন। ইকরামও সেই বাড়িতে আসা-যাওয়া করত। তারা দুইজন মিলে একটি মোটরসাইকেল চালাতেন। রায়হান মাদকাসক্ত ছিলেন। বিকেলে রায়হানের কাছে সেই মোটরসাইকেলের চাবি চান ইকরাম। কিন্তু রায়হান চাবি না দেওয়ায় দুইজনের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে ইকরামকে চুরিকাঘাত করে রায়হান। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই পুলিশ রায়হানকে আটক করেছে।
এদিকে, ইকরাম হত্যকাণ্ডে জড়িত রায়হানের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে সন্ধ্যায় সদর হাসপাতাল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ব্রাহ্মণবাড়িয়া ছুরিকাঘাত ছাত্রলীগ
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh