বরিশাল সি‌টি নির্বাচ‌নে ১২৬ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে এবারে ৮৮টি ভোটকেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশ সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

পুলিশ সূত্র জানা যায়, এবারের সিটি নির্বাচনে মোট ১২৬টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৮৮টি অধিক ঝুঁকিপূর্ণ, ২৭টি ঝুঁকিপূর্ণ এবং ১১টি সাধারণ কেন্দ্রে।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের সহকারী রির্টানিং অফিসার মনিরুল ইসলাম জানান, সাধারণ কেন্দ্র গুলোতে ২০ থে‌কে ২২ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত থাকে।

তবে ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর নিরাপত্তায় সাধারণের থেকে ৪-৫ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বেশী থাকে। পাশাপাশি সকল কেন্দ্রেই জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন।

তি‌নি জানান, সামনে আমাদের সভা রয়েছে। সেই সভায় সিদ্ধান্ত হলে জানা যাবে ঝুঁকিপূর্ণ, অধিক ঝুঁকিপূর্ণ ও সাধারণ কেন্দ্রে কতজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থাকবে।

মূলতঃ স্থান ও পরিবেশ বিবেচনায় ঝুঁকিপূর্ণ, অধিক ঝুঁকিপূর্ন ও সাধারণ ভোট কেন্দ্রগুলো বিন্যাস করা হয়। তবে ঝুঁকিপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ এবং অধিক গুরুত্বপূর্ণ হিসেবে কেন্দ্রগুলো চিহ্নিত করা হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //