যুক্তরাষ্ট্র শাস্তি দেওয়ার কে: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র শাস্তি দেওয়ার কে। এখানে ভয়ের কিছু নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদের কোন মুখোমুখি বিবাধ নেই।

আজ বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় এফ আই ভি ডি বি হলরুমে ‘সুনামগঞ্জ হাওর এলাকার সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার নিমিত্ত সম্ভাব্যতা’ সমীক্ষা শীর্ষক প্রকল্পের উপর মতবিনিময় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ভিসা দিবে কিনা এটা তাদের বিষয়। তারা যদি আমাদের ভিসা না দেয় তাহলে আমাদের কী করার আছে? এটা কোনো ভয় বা সংশয়ের বিষয় নয়।

পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশের নির্বাচনে কেউ অনিয়ম করলে, বাধা দিলে তাদের শাস্তির আওতায় আনা হবে। নির্বাচন কমিশনে এই বিধান আছে। দেশ আইন ও সংবিধানের নিয়মে চলে, নির্বাচনকে বাধাগ্রস্ত করা এটা গণতন্ত্রের কাজ নয়। সুতরাং আবারো বলছি কেউ বাংলাদেশের নির্বাচনে বাধা সৃষ্টি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো ছাড় দেয়া হবে না।

তিনি বলেন, আগামীতে সুনামগঞ্জবাসীর জন্য হাওরের দুর্গম এলাকায় উড়াল সেতু নির্মাণ করা হবে। যাতে বর্ষা-হেমন্তে নির্বিঘ্নে লোকজন চলাচল করতে পারেন। এটাও শেখ হাসিনার নেতৃত্বেই বাস্তবায়ন করা হবে।

মন্ত্রী আরো বলেন, সুনামগঞ্জের মানুষ দীর্ঘদিন অবহেলিত ছিল। বর্তমানে শেখ হাসিনার সরকার সুনামগঞ্জে হাওর পাড়ের মানুষের জীবন যাত্রার মান উন্নত করেছেন। আগামী দিনেও শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন কাজ চলমান থাকবে। আসন্ন নির্বাচনেও উন্নয়ন কাজ থেমে থাকবে না। দেশের সকল নির্মাণ প্রকল্পে কাজ চলমান রাখা হবে।

তিনি বলেন, প্রত্যেকটা রাষ্ট্র স্বাধীন, প্রত্যেক দেশের আইন ও সংবিধান আছে। মার্কিন যুক্তরাষ্ট্র স্বার্থ আছে সারা দুনিয়াতে তারা স্বার্থের বিনিময়ে কাজ করে। আমাদের দেশ স্বাধীন, আমরা আমাদের স্বার্থের বিবেচনায় কাজ করব।

নিত্যপণ্যের বাজার নিয়ে মন্ত্রী বলেন, পেঁয়াজ আমদানি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বাংলাদেশে যারা পেঁয়াজের সিন্ডিকেট করেছেন তাদের পেঁয়াজ এখন পচে নষ্ট হয়ে যাবে। তাই সময় আছে এখনো কম দামে পেঁয়াজ বিক্রি শুরু করুন।

এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, বাপাউবো ঢাকার অতিরিক্ত মহাপরিচালক (পূর্বরিজিয়ন) এস এম শহীদুল ইসলাম।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //