নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া বাজারের মোল্যা মার্কেটে অবস্থিত ‘মদিনা স্টোর’ নামে মুদি দোকান পুড়ে ছাই হয়েছে। তবে এ ঘটনায় দোকানে থাকা পবিত্র কোরআন শরীফ অক্ষত রয়েছে।
গত বুধবার (২৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে নগদ ৭৫ হাজার টাকাসহ প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান মুদিদোকানি শাফিজুর রহমান।
এছাড়া পাশের রঙ ও হাডওয়ার দোকানি মাহবুর মোল্যার গোডাউনেও আগুন ছড়িয়ে পড়ায় প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে ‘মদিনা স্টোর’ থেকে ধোঁয়া দেখতে পেয়ে কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন তারা। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের আগেই মুদি দোকানটি পুড়ে যায়। এ ঘটনায় দোকানের ভেতরে থাকা পবিত্র কোরআন শরীফ অক্ষত অবস্থায় পাওয়া যায়। কোরআন শরীফের ওপরের অংশ কিছুটা কালো বর্ণ হলেও ভেতরের লেখায় আগুন একটুও স্পর্শ করেনি।
কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের লিডার সামসুল হক বলেন, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। এ ঘটনায় পবিত্র কোরআন শরীফ অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে। দোকানটিতে মুদিমালের ব্যবসাসহ চাল, ঢাল, আটা ও বিকাশের ব্যবসা ছিল।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : নড়াইল আগুন কালিয়া উপজেলা
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh