কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে জালভর্তি বস্তা থেকে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
আজ বৃহস্পতিবার (২৫ মে) বিকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত দেড়টার দিকে কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন জালিয়াপাড়া ঝাউবন হতে একটি বস্তা কাঁধে এক ব্যক্তিকে বেড়িবাঁধে উঠতে দেখা যায়। ওই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা তাকে থামার সংকেত দেয়।
এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে লোকটি বেড়িবাঁধের পাশে বস্তাটি ফেলে দৌড়ে ঝাউবনের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা বস্তাটি উদ্ধার করে বস্তাভর্তি কারেন্ট জালের মধ্যে লুকায়িত অবস্থায় ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করে।
তিনি আরো বলেন, জব্দকৃত ক্রিস্টাল মেথ (আইস) পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : কক্সবাজার আইস উদ্ধার টেকনাফ উপজেলা
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh