রাজশাহী মহানগরীতে পুলিশের নিয়মিত অভিযানে ওয়ারেন্টভুক্ত ১১ আসামিসহ বিভিন্ন অপরাধে মোট ১৫ জন গ্রেপ্তার হয়েছেন। এসময় মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আজ শুক্রবার (২৬ মে) বিষয়টি নিশ্চিত করেছেন আরএমপি উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রফিকুল আলম।
বৃহস্পতিবার (২৫ মে) দিনব্যাপি অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। বোয়ালিয়া মডেল থানা- চারজন, রাজপাড়া থানা- দুইজন, মতিহার থানা- দুইজন, কাটাখালী থানা- একজন, পবা থানা- একজন, কাশিয়াডাঙ্গা থানা- চারজন ও দামকুড়া থানা- একজনকে আটক করে।
যার মধ্যে ১১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, দুইজনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত থেকে মোট ১২ গ্রাম হেরোইন ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে আরএমপি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh