রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫

রাজশাহী মহানগরীতে পুলিশের নিয়মিত অভিযানে ওয়ারেন্টভুক্ত ১১ আসামিসহ বিভিন্ন অপরাধে মোট ১৫ জন গ্রেপ্তার হয়েছেন। এসময় মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আজ শুক্রবার (২৬ মে) বিষয়টি নিশ্চিত করেছেন আরএমপি উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রফিকুল আলম।

বৃহস্পতিবার (২৫ মে) দিনব্যাপি অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। বোয়ালিয়া মডেল থানা- চারজন, রাজপাড়া থানা- দুইজন, মতিহার থানা- দুইজন, কাটাখালী থানা- একজন, পবা থানা- একজন, কাশিয়াডাঙ্গা থানা- চারজন ও দামকুড়া থানা- একজনকে আটক করে।

যার মধ্যে ১১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, দুইজনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত থেকে মোট ১২ গ্রাম হেরোইন ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে আরএমপি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //