ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) উদ্যোগে টাউন হল প্রাঙ্গণে মাসব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে।
আজ শুক্রবার (২৬ মে) সকালে মেলার উদ্বোধন করেন মসিক মেয়র মো. ইকরামুল হক টিটু।
এ মেলার ২৫টি স্টলে দেশি বিদেশি বিভিন্ন জাতের ফলজ, বনজ, পুষ্পজাতীয় এবং অর্নামেন্টাল বা সৌন্দর্য বর্ধনকারী গাছের চারাসহ প্রায় ৪০০ প্রজাতির গাছের চারা পাওয়া যাচ্ছে। মেলাটি আগামী ২৫ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলমান থাকবে।
উদ্বোধনকালে মেয়র বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষ রোপণে উৎসাহিত করা এবং নতুন প্রজন্মকে বৃক্ষের সাথে পরিচিত করার লক্ষ্যে প্রতি বছরই ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে বৃক্ষ মেলার আয়োজন করা হয়। এছাড়া এ আয়োজনের মাধ্যমে উদ্যোক্তারাও উৎসাহিত হয়, যা কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখে।
তিনি আরো বলেন, মানুষ এখন বাড়ির ছাদ, আঙিনা, খালি জায়গায় মানুষ বৃক্ষ রোপণ করছে। এ মেলা এ সকল উদ্যোগকে আরো বেগবান করবে, যা সবুজ ময়মনসিংহ গড়ায় ভূমিকা রাখবে।
উদ্বোধনকালে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, প্যানেল মেয়র ৩ সামীমা আক্তার, কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু ও সেলিনা আক্তার, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা অসীম সাহা, নার্সারি মালিক সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ময়মনসিংহ বৃক্ষমেলা সিটি করপোরেশন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh