নাটোরে সরকারবিরোধী চলমান আন্দোলনের অংশ হিসেবে সমাবেশ করেছে বিএনপি। আজ শনিবার (২৭মে) সকাল সাড়ে ৮টায় নাটোর শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা।
তবে সমাবেশ শুরুর আগেই দলটির কার্যালয়ের সামনে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
‘উচ্চ আদালতের নির্দেশনা অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় গ্রেপ্তার, পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, দুর্নীতির প্রতিবাদ’ এবং ১০ দফা দাবিতে এ সমাবেশের ঘোষণা দেয় বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে সমাবেশ করে জেলা বিএনপি। একই সময় বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করেন। তবে পিডিবি অফিসের সামনে তাদের আটকে দেয় পুলিশ। বাধা পেয়ে ছাত্রলীগের ছাত্রলীগের নেতাকর্মীরা পিডিবি অফিসের সামনে অবস্থান নেন। আধা ঘণ্টা পর ছাত্রলীগের নেতাকর্মীরা সেখান থেকে চলে যান।
এর পরিপ্রেক্ষিতে সমাবেশের প্রধান অতিথি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালুর বক্তব্যের আগেই সমাবেশ শেষ হয়।
নাটোর সদর থানার ওসি নাসিম আহমেদ বলেন, পুলিশের কঠোর অবস্থানের কারণে কোনো ধরণের সংঘর্ষের ঘটনা ঘটেনি। দুটি অবিস্ফোরিত ককটেল নিষ্ক্রিয় করা হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : নাটোর বিএনপি ককটেল বিস্ফোরণ
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh